‘আগে আমাগো ঘর আছিল না, রাস্তার ধারে থাকতাম। এহন প্রধানমন্ত্রী আমাগোরে মাথা গোঁজার ঠাঁই কইরা দেছে। এখন আমরা নিরাপদে থাকতে পারব।’
হাসিমাখা মুখে কথাগুলো বলছিলেন ভোলা সদর উপজেলার আনোয়ারা বেগম। দ্বিতীয় ধাপে তার মতো ৩৭০ জন পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।
নতুন ঘর পেয়ে তাদের সবার অনুভূতি অনেকটা একই রকম। সবাই বঙ্গবন্ধুকন্যাকে নিউজবাংলার মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে রোববার বেলা ১১টায় এসব ঘরের চাবি ও দলিল তুলে দেয়া হয়। এ সময় ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ভার্চুয়ালি অংশ নেন।
তিনি বলেন, অসহায় ভূমিহীন ও গৃহহীন মানুষের কোনো দলমত নেই। ঘর দেয়ার সময় কে কোন দল করে তা দেখা হয়নি। প্রকৃত ভূমিহীন ও গৃহহীনকেই ঘর দেয়া হয়েছে। দেশের কোনো মানুষ ভূমিহীন, গৃহহীন থাকবে না- বঙ্গবন্ধুর এ স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় জেলা প্রশাসক তৈফিক ই-লাহী চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে প্রথম ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পায় ৫২০টি পরিবার। এ নিয়ে জেলায় উপহারের ঘর পেল ৮৯১ জন।