বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আল্লাম খয়রা‌তি, এহন জ‌মি-ঘ‌রের মা‌লিক’

  •    
  • ২০ জুন, ২০২১ ১৫:৩৮

‘প্রথ‌মে যহন লি‌স্টি কর‌ছি‌ল, তহন বুঝ‌ছি ফাও নাম নে‌ছে। বুঝ‌ছিলাম ঘর পাই‌তে হই‌লে টাহাপয়সাও দেয়া লাগ‌বে। কিন্তু এক পয়সাও লা‌গে নাই। মুই এহন দুই শতাংশ জ‌মিসহ একটা ঘ‌রের মা‌লিক, দ‌লিল পাই‌ছি।’

‘আ‌ল্লাম কই‌তে গে‌লে খয়রা‌তি, এহন জ‌মি আর ঘ‌রের মা‌লিক। কহনও ভা‌বি নাই মুই এইয়ার মা‌লিক হমু। আল্লাহপাক শেখ হা‌সিনার হায়াত দেউক।’

উপহারের ঘর পেয়ে এভাবেই নিজের অনুভূতির কথা নিউজবাংলার কাছে তুলে ধরেন বরিশাল সদর উপজেলার আব্দুল ম‌তিন।

বরিশালে তার মতো নতুন ঘর পেয়েছেন আরও ৫৮৮ জন।

ব‌রিশাল সদর উপ‌জেলা প‌রিষদ মিলনায়তনে রোববার দুপুর ১২টায় আ‌য়ো‌জিত এক অনুষ্ঠা‌নে ঘ‌র ও জ‌মির দ‌লিল তু‌লে দেয়া হয় ভূমিহীনদের হা‌তে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ, ব‌রিশা‌লের বিভাগীয় ক‌মিশনার মো. সাইফুল হাসান বাদল এবং ব‌রিশা‌লের জেলা প্রশাসক জসিম উ‌দ্দিন হায়দারসহ আরও অনেকে।

প্রথম ধা‌পে ব‌রিশাল জেলায় ১ হাজার ৫৭৫টি ঘর দেয় হয়। আর বরিশাল বিভা‌গে দ্বিতীয় ধা‌পে দেয়া হ‌য়ে‌ছে সা‌ড়ে ৭ হাজার ঘর এবং প্রথম ধা‌পে বিভা‌গে দেয়া হ‌য়ে‌ছি‌ল আ‌রও ৬ হাজার ঘর।

ঘরগু‌লো পে‌য়ে খু‌শি ও আনন্দের কথা জা‌নি‌য়ে‌ছেন ভূ‌মিহীনরা।

মুক্তা বেগম না‌মে এক সুবিধাভোগী ব‌লেন, ‘প্রথ‌মে যহন লি‌স্টি কর‌ছি‌ল, তহন বুঝ‌ছি ফাও নাম নে‌ছে। বুঝ‌ছিলাম ঘর পাই‌তে হই‌লে টাহাপয়সাও দেয়া লাগ‌বে। কিন্তু এক পয়সাও লা‌গে নাই। মুই এহন দুই শতাংশ জ‌মিসহ একটা ঘ‌রের মা‌লিক, দ‌লিল পাই‌ছি।’

প্রতিটি ঘ‌রে দু‌টি কক্ষ, এক‌টি বারান্দা, এক‌টি বাথরুম ও এক‌টি রান্নাঘর র‌য়ে‌ছে। ২ শতাংশ জ‌মির ওপর নির্মিত ঘরগুলো মু‌জিব শতবর্ষ উপল‌ক্ষে আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হি‌সে‌বে প্রকৃত ভূ‌মিহীন‌দের মাঝে বিতরণ করা হয়।

দ‌লিল বিতর‌ণের সময় ব‌রিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পু‌লিশ সুপার মারুফ হো‌সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, সদর উপ‌জেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মু‌নিবুর রহমানও উপ‌স্থিত ছি‌লেন।

এ বিভাগের আরো খবর