রাজশাহীর গোদাগাড়ীতে বাড়ির পাশে খড়ের গাদার নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার পাকড়ি ইউনিয়নের ললিতনগর গ্রামে রোববার সকালে পাওয়া যায় মরদেহটি।
শিশুটির বয়স ১১ বছর। স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল সে।
গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-পরিদর্শক) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত শিশুটি বাড়িতে টিভি দেখছিল। এরপর নিজ ঘরে ঘুমাতে যায়। রোববার সকালে তাকে ঘরে খুঁজে পায়নি বাবা-মা।
খোঁজাখুজির একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি খড়ের গাদার নিচে তার মরদেহ দেখতে পান। কাঁকনহাট পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহের সুরতহাল শেষে পুলিশ জানায়, রাতের কোনো এক সময় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। তার যৌনাঙ্গে রক্তক্ষরণের চিহ্ন ছিল।
পুলিশ পরিদর্শক মাহমুদুল জানান, ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সে জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।