বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আলমসাধুর সঙ্গে সংঘর্ষে নিহত করিমনচালক

  •    
  • ২০ জুন, ২০২১ ১১:২০

ওসি সাইফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে আলমসাধুটি।  

চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর সঙ্গে করিমনের সংঘর্ষে আব্দুল মান্নান নামে একবৃদ্ধ নিহত হয়েছেন।

জীবননগর-দত্তনগর সড়কের এএমজে অটো রাইসমিলের সামনে রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৬৫ বছর বয়সী আব্দুল মান্নানের বাড়ি জীবননগর উপজেলার বাঁকা গ্রামে। তিনি ওই করিমনের চালক ছিলেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রোববার সকালে মান্নান তার করিমন নিয়ে জীবননগর বাসস্ট্যান্ড থেকে দত্তনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় অটো রাইসমিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে তার করিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মান্নান।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে আলমসাধুটি।

এ বিভাগের আরো খবর