মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে মসজিদের ভেতরে এক মুসল্লিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার বিকেল ৫টার দিকে ইউনিয়নের উত্তর-পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৬৫ বছর বয়সী নিহত ওই ব্যক্তির নাম পাখি মাস্টার।
স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৫টার দিকে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যান পাখি মাস্টার। একই সময়ে মসজিদে ঢোকেন একই এলাকার রবিউল মোল্লা এবং বাশি মোল্লা। নামাজে দাঁড়ানোর মুহূর্তে তারা পাখি মাস্টারকে পেছন থেকে জাপটে ধরে ফেলে দেন এবং মসজিদের ভেতরেই পিটিয়ে আহত করেন।
পাখি মাস্টারের চিৎকার শুনে লোকজন ছুটে এলে রবিউল মোল্লা ও বাশি মোল্লা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মহম্মদপুর ও পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান পাখি মাস্টার।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, ‘হামলার শিকার লোকটি শুনেছি রাত ১২টার দিকে মারা গেছেন।’
তিনি বলেন, ‘ঘটনার পর ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।’