বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গে ৫ মৃত্যু

  •    
  • ১৯ জুন, ২০২১ ২৩:৫৭

স্বাস্থ্য বিভাগ জানায়, সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের শরীরে শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের শরীরে শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ৫৭ জন। আর ভাইরাসটির উপসর্গে এ পর্যন্ত মারা গেছেন ২৬৮ জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ২১ জনসহ ১৭৯ জন ও সদর হাসপাতালে করোনা পজিটিভ চারজনসহ ২৫ জন ভর্তি রয়েছেন। এ ছাড়া বিভিন্ন ক্লিনিকে করোনা পজেটিভ রোগী ভর্তি আছেন ১৩ জন। উপসর্গ নিয়ে ২৯৫ জন বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে রয়েছেন।সাতক্ষীরায় বিশেষ লকডাউনের তৃতীয় সপ্তাহ চলছে। শহরের বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে জনসাধারণ ও যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। তবে সাধারণ মানুষ কিছুতেই মানতে চাচ্ছে না স্বাস্থ্যবিধি।

লকডাউনে বন্ধ করে দেয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

এ বিভাগের আরো খবর