গাজীপুরের টঙ্গীতে লরিচাপায় শারমিন আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী মোটরসাইকেলচালক ইলিয়াস মোর্শেদ।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকায় শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারমিনের বাড়ি ফেনীর পরশুরাম থানার গুথুমা গ্রামে। তিনি স্বামী ইলিয়াসের সঙ্গে গাজীপুরের বাসন এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ তার মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ছাড়া লরিটি জব্দ ও চালক রাজিবকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গীর কলেজ গেট এলাকায় শারমিনদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় লরিটি। ধাক্কায় শারমিন নিচে পড়ে গিয়ে লরির চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন পরে গুরুতর আহতাবস্থায় তার স্বামী ইলিয়াসকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।