বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আদিবাসী নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ৩

  •    
  • ১৯ জুন, ২০২১ ২১:০২

স্থানীয়রা জানান, আসামিরা কাপ্তাইয়ে বড়ইছড়ি-ঘাগড়া সড়কের বগাপাড়ায় সেতু নির্মাণ শ্রমিক। শুক্রবার সন্ধ্যায় ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি দুপতারেঙ্গ পাহাড়ের ঢালের ক্ষেতে এক নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তারা। 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে এক আদিবাসী নারীর শ্লীলতাহানির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলেন ফজলুল হক সজিব, মিয়াজন ইসলাম রাজু ও তৌহিদুল ইসলাম। তিনজনই রংপুরের পীরগঞ্জ এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।

স্থানীয়রা জানান, আসামিরা কাপ্তাইয়ে বড়ইছড়ি-ঘাগড়া সড়কের বগাপাড়ায় সেতু নির্মাণ শ্রমিক। শুক্রবার সন্ধ্যায় ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি দুপতারেঙ্গ পাহাড়ের ঢালের ক্ষেতে এক নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তারা।

এসময় ওই নারী তার সাথে থাকা ধারালো দা দিয়ে ভয় দেখালে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়।

ওসি নাসির উদ্দিন বলেন, ‘বড়ইছড়ি-ঘাগড়া সড়কে বগাপাড়ায় সেতু নির্মাণের কাজ করার সময়ে তাদের তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার কোর্টে পাঠানো হবে।’

এ বিভাগের আরো খবর