পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোস্তফা এলাহী মোস্তাক নামের এক পথচারী নিহত হয়েছেন।
উপজেলার সাকোয়া ইউনিয়নের বোদা-দেবীগঞ্জ মহাসড়কের শিমুলতলী এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাক সাকোয়া ইউনিয়নের খেড়বাড়ী এলাকার মৃত সামসুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে মোস্তাক বাসা থেকে বের হয়ে শিমুলতলী বাজারে আসেন। সেখানে একটি চায়ের দোকানে চা খেয়ে বাসায় ফেরার পথে দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোস্তাক।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।