নওগাঁর আত্রাই উপজেলার তানজিন হোসেন নেশার জন্য বাড়ি থেকে প্রায়ই টাকা চুরি করতেন। তবে তাতেই থেমে থাকেননি, একসময় টাকা না দিলে মা-বাবার ওপর নির্যাতন শুরু করেন।
ছেলের অত্যাচার সইতে না পেরে শনিবার তার বিরুদ্ধে জেলার রানীনগর থানায় অভিযোগ দেন মা তহমিনা বেগম। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তানজিনকে ১০ মাস ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। দুপুরেই তাকে পাঠানো হয় কারাগারে।
কারাদণ্ড পাওয়া তানজিন আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের মহাতাব আলীর ছেলে।
তানজিনের মা তহমিনা জানান, তার ছেলে ছয়-সাত মাস থেকে নেশা করা শুরু করেন। এরপর নেশার জন্য বিভিন্ন সময় বাড়ি থেকে টাকা চুরির পাশাপাশি বাবা-মাকে নির্যাতন করতেন। শুক্রবার নেশার টাকার জন্য ছেলের সঙ্গে কথা-কাটাকাটি হলে রাগ করে তিনি রানীনগরে বাবার বাড়িতে যান।
তিনি আরও জানান, তানজিন সন্ধ্যার দিকে সেই বাড়িতে গিয়ে টাকার জন্য তাকে শারীরিক নির্যাতন করেন। বাড়ির আসবাব ভাঙচুর করেন। বাড়ির লোকজন তখন কোনো রকমে তাকে বুঝিয়ে শান্ত করেন। পরে শনিবার সকালে তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ তানজিনকে আটক করে।
তিনি বলেন, ‘কোনো মা চায় না তার সন্তান জেলে থাকুক, নেশা করুক। কিন্তু আমাদের সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। যদি জেলে থেকে একটু নেশার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তাতেই একটু স্বস্তি পাব।’
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, মায়ের অভিযোগ পেয়ে তানজিনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সুশান্ত কুমার মাহাতো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দুপুরেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।