চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী মাদামবিবি হাট এলাকায় শিপইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমান।
মৃত রিপন চাকমার বাড়ি খাগড়াছড়িতে। আহতরা হলেন মিন্টু, রকেট ও সোহেল। তাদের গুরুতর অবস্থায় চট্টগ্রামের হাসপাতালের ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা ২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
এএসআই হামিদুর রহমান বলেন, এসএন করপোরেশন নামে একটি শিপইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে।
শিপইয়ার্ডটির শ্রমিক মো. বেলাল বলেন, ‘আমরা জাহাজ ভাঙার কাজ করছিলাম। এ সময় ইঞ্জিন ভাঙতে গিয়ে বিস্ফোরণে বিষাক্ত গ্যাস বের হয়। এতে চারজন শ্রমিক আহত হন। আমরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিপন চাকমাকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।’