নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে আবু তালেব নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তার পরিবারের চারজন।
শনিবার সকাল ৭টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৭২ বছরের আবু তালেবের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে। আহত চারজন হলেন একই পরিবারের রোকেয়া বেগম, রাবেয়া পারভীন, ফরিদা পারভীন ও রানা আহমেদ।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, আবু তালেব পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেট কারে পাবনা থেকে নাটোরের বনপাড়ায় আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। পথে লাথুরিয়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের প্রাইভেট কারটির সংঘর্ষ হয়।
এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গিয়ে আবু তালেবসহ অন্যরা গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তালেবের মৃত্যু হয়। অন্যদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কারটি জব্দ করা হলেও দুই যানের চালক ও তাদের সহকারীরা পালিয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।