বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হিলি দিয়ে ভারতফেরত ৯ জন করোনায় আক্রান্ত

  •    
  • ১৯ জুন, ২০২১ ১৬:৪৪

‘ভারত থেকে আসা ২৫৯ জনের মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া ১৮ জুন পর্যন্ত ১৫৩ জনকে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।’

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩২ দিনে ভারতে আটকে পড়া ২৫৯ বাংলাদেশি দেশে ফেরত এসেছেন। তাদের মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

১৯ মে থেকে কলকাতার বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে অনাপত্তি পত্র (এনওসি) ও করোনা পরিক্ষার নেগেটিভ সনদ নিয়ে আটকেপড়া যাত্রীরা দেশে ফিরতে শুরু করে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, করোনা সংক্রমণ ঠেকাতে ২০২০ সালের ২৩ মার্চ এই ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দেয় সরকার। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৯ মে থেকে ১৮ জুন পর্যন্ত ২৫৯ বাংলাদেশী হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের সব ধরণের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর-এ আলম বলেন, ‘ভারত থেকে দেশে আসা বাংলাদেশি যাত্রীদের র‌্যাপিড এমটিআইজেইএন কিটের মাধ্যমে করোনা শনাক্তের পরীক্ষার পর হাকিমপুর ও বিরামপুর উপজেলার কয়েকটি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

‘ভারত থেকে আসা ২৫৯ জনের মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া ১৮ জুন পর্যন্ত আসা ১৫৩ জনকে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর