ভোলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।
ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার সংলগ্ন বড় মোল্লা বাড়ি এলাকায় শনিবার সকালে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরে আলম বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি লক্ষীপুরে একটি এনজিওতে কর্মরত ছিলেন।
ভোলা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কাজল ইসলাম জানান, সকালে নুরে আলম মোটরসাইকেল নিয়ে বোরহানউদ্দিন থেকে ভোলার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পুলিশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবারে সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান ওসি।