বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নানা-নানির সঙ্গে রাস্তায় প্রাণ গেল নাতির

  •    
  • ১৯ জুন, ২০২১ ১২:১৪

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি খায়রুল ইসলাম জানান, গাইবান্ধার সাঘাটা থেকে অটোরিকশায় করে বগুড়ায় বাড়ি ফিরছিলেন তারা। অটোরিকশাটি একটি ট্রাককে ওভারটেক করতে দিয়ে আহসান পরিবহন নামে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

বগুড়ার শিবগঞ্জে নানা-নানির সঙ্গে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই মাস বয়সী রেজওয়ান আহমেদ।

বগুড়া-রংপুর মহাসড়কে উপজেলার মহাস্থান হাতিবান্ধা এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাস ও অটোরিকশার সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুইজন।

নিহত ব্যক্তিরা হলেন আশরাফুল ইসলাম, তার স্ত্রী পারুল আক্তার ও তাদের নাতি রেজওয়ান আহমেদ।

আহত দুজন হলেন রেজওয়ানের বাবা-মা। তাদের নাম মো. রাশেদুল ও গোলাপি। হতাহত সবাই বগুড়া সদরের নওদাপাড়া এলাকায় বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, গাইবান্ধার সাঘাটা থেকে অটোরিকশায় করে বগুড়ায় বাড়ি ফিরছিলেন তারা। অটোরিকশাটি একটি ট্রাককে ওভারটেক করতে দিয়ে আহসান পরিবহন নামে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মারা যান আশরাফুল ও পারুল। আহত ব্যক্তিদের হাসপাতালে নেয়া হলে মারা যায় শিশু রেজওয়ান।

ওসি আরও জানান, আহতরা শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিভাগের আরো খবর