ময়মনসিংহের নান্দাইলে হাত-পা বাঁধা ও মুখে বালিশ চাপা দেয়া অবস্থায় জাহেদ মিয়া তালুকদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৮ বয়স বয়সী জাহেদ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গানপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।
শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আকন্দ জানান, ভাড়া বাসায় কাঠের তৈরি তৈজসপত্রের ব্যবসা করতেন জাহেদ। তার অধীনে ৮ জন হকার কাজ করতেন।
জাহেদের কক্ষের বারান্দায় দুপুর থেকেই তালা ঝুলানো দেখতে পায় হকাররা। দুপুর গড়িয়ে বিকেল হলেও নিজ কক্ষ থেকে না ওঠায় সন্দেহ হয়। পরে দরজা খুলে দেখা যায় হাত-পা বাঁধা মরদেহের মুখে বালিশ চাপা দেয়া অবস্থায় মেঝেতে পড়ে আছে।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি বলেন, যেহেতু হাত- পা বাধা ও মুখে বালিশ চাপা দেয়া ছিল, সেহেতু এটি পরিকল্পিত হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
রাত নয়টার দিকে এই প্রতিবেদন লেখার সময় মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছিল।