চীন সরকারের উপহার দেয়া করোনাভাইরাসের ৩১ হাজার ২০০ টিকা এসেছে রাজশাহীতে।
এই টিকা দিয়ে শনিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্রে শুরু হবে টিকাদান কর্মসূচি।
শুক্রবার রাজশাহী জেলা সিভিল সার্জন কাউয়ুম তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কভার্ড ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে টিকা রাজশাহী আনা হয়। রাজশাহীর সিভিল সার্জন সেগুলো জেলা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে।’
এই টিকা কাদের দেয়া হবে, এমন প্রশ্নে সিভিল সার্জন বলেন, মূলত প্রতিষ্ঠানভিত্তিক তালিকা অনুযায়ী এসব টিকা দেয়া হবে। এক্ষেত্রে ছাত্র ছাত্রীদের আগ্রাধিকার দেয়া হবে।
শিক্ষার্থীদের মধ্যে অগ্রাধিকার পাবে মেডিক্যাল, প্যারামেডিক্যাল, নার্সিং শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরাও সুযোগ পাবে।
শনিবার বিকেলে স্বাস্থ্য বিভাগের একটি বৈঠক আছে, সেখানে আরও নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি। বলেন, ‘সেই আনুযায়ী টিকা প্রয়োগ করা হবে।’
আগামী মাসে আরও টিকা আসবে বলে জানান রাজশাহী সিভিল সার্জন।