চট্টগ্রামে ৪ নারীকে চাকরি দেয়ার নাম করে আটকে দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে ৬ জনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত নগরীর পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে ওই চার নারীকে উদ্ধার ও আসামিদের আটক করা হয়।
আটক ছয়জন হলেন মো. বাবুল, নয়ন, শহীদ, আব্দুল হালিম, মালা বেগম ও সালমা বেগম।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার নুরুল আবছার নিউজবাংলাকে জানান, চট্টগ্রামে দরিদ্র মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে নির্ধারিত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত নগরীর ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। এ সময় ওই ৪ নারীকে উদ্ধার করা হয়। আটক আসামিরা জিজ্ঞাসাবাদে ওই নারীদের আটক করে দেহ ব্যবসায় বাধ্য করার কথা স্বীকার করেছেন।
আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।