বরগুনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আমতলী উপজেলার ব্রিকফিল্ড নামক বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরই বাস ফেলে পালিয়েছেন চালক ও হেলপার। বাসের যাত্রীরা জানান, মুঠোফোনে কথা বলতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
আমতলী ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ধশতাধিক যাত্রী নিয়ে সাহাব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪৭২৬১) কুয়াকাটা ছেড়ে পটুয়াখালী যাচ্ছিল। আমতলী উপজেলার ব্রিকফিল্ড মোড়ের কাছে আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি যাত্রীসহ সড়কের পাশের ডোবায় উল্টে পড়ে যায়।
স্থানীয় লোকজন তাৎক্ষণিক ২০ জন যাত্রীকে আহতাবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিক্যাল কলেজ ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন আমতলী ফায়ার সার্ভিসের সদস্যরা।
আহত একজন যাত্রী বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা আলতাফ হোসেন জানান, চালক মুঠোফোনে কথা বলা অবস্থায় বাস চালানোর কারণে নিয়ন্ত্রণ হারান। এ কারণেই বাসটি দুর্ঘটনার শিকার হয়।
আমতলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা তামিম হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে তিনজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করি। তাদের দুজনের বাড়ি আমতলী ও একজনের পটুয়াখালীর বাউফলে। তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’
আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার জানান, বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসচালকের অবহেলার কারণে দুর্ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।