গাজীপুরে কীটনাশক পানে জুলহাস গাজী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরিবার বলছে, তিনি ঋণের টাকা শোধ না করতে পেরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে শুক্রবার ভোর ৬টার দিকে তিনি মারা যান। নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক মামুন।
এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে অসুস্থ অবস্থায় জুলহাসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত জুলহাসের বাড়ি গাজীপুর মহানগরীর সদর থানার লক্ষ্মীপুরা এলাকায়।
স্বজনদের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ভোরে জুলহাসের বুকে ব্যথা হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়।
ওসি রফিকুল জানান, জুলহাসের দুই ছেলে। তারা বিয়ের পর পরিবার নিয়ে আলাদা থাকতেন। বৃদ্ধ বাবা-মার পাশে না থাকায় সন্তানদের প্রতি তার ক্ষোভ ও অভিমান ছিল জুলহাসের। সংসারের খরচ জোগাতে জুলহাস মুরগি বিক্রি করতেন। ব্যবসা চালাতে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে কিছুদিন ধরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মামুন জানান, ময়নাতদন্তের পর মরদেহ পুলিশের উপস্থিতিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি কীটনাশক পান করেই মারা গেছেন। প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে।
অপরদিকে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি রফিকুল।