বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৃদ্ধ বাবাকে মারধর, ২ ছেলে গ্রেপ্তার

  •    
  • ১৮ জুন, ২০২১ ১৯:৫৪

ফেসবুকে বৃদ্ধ বাবাকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশকে লিংক পাঠায় একজন। এরপরই পুলিশ অভিযানে নামে। বৃদ্ধের ২ছেলেকে গ্রেপ্তার করা হয়।

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বৃদ্ধ বাবাকে নির্যাতনের ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নির্যাতনকারী ২ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো—আলমাস ফরাজী ও আজমল ফরাজী।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা জানান, বাংলা‌দেশ পু‌লি‌শের মিডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স উইং‌কে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমের এক‌টি লিংক শেয়ার ক‌রেন এক ব্যক্তি। লিং‌কে যুক্ত ভি‌ডিও‌তে ‌দেখা যায়, এক বৃদ্ধ বাবাকে শারীরিকভা‌বে নির্যাতন কর‌ছে তারই ছেলে।

ভি‌ডিও‌টি পটুয়াখালী জেলার রাঙ্গাবা‌লি থানার ও‌সি দেওয়ান জগলুল হাসান‌কে পাঠান হয়। অভিযুক্তকে খুঁজে বের ক‌রে দ্রুত আইনি ব্যবস্থা নি‌তে বলা হয় তাকে।

ও‌সি তার এক‌টি টিম‌কে ঘটনাস্থ‌লে পাঠান।

জানা যায়, ওই বৃদ্ধের নাম মো. দে‌লোয়ার ফরাজী। বয়স ৭৩ বছর। বৃদ্ধ দে‌লোয়ার ফরাজী অথর্নৈতিকভাবে ছেলেদের ওপর নির্ভরশীল।

বি‌ভিন্ন সম‌য়ে ছেলেরা ছোটখাট কারণে বৃদ্ধ‌কে নির্যাতন কর‌ত।

রাঙ্গাবা‌লি থানার পু‌লি‌শের টিম ঘটনাস্থল ও তার আশপাশের এলাকায় অ‌ভিযান চালি‌য়ে অ‌ভিযুক্ত সন্তান আলমাস ফরাজী ও আজমল ফরাজী‌কে গ্রেপ্তার ক‌রে। তা‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো খবর