শেরপুরের শ্রীবরদীতে এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বুধবার বিকেলে বালিঝুড়ি পাহাড়ি এলাকার এক কৃষকের ১৪ বছর বয়সী কিশোরী ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির অদূরে পাহাড়ে থাকা করলাক্ষেতে যায়। এ সময় একই এলাকার চার ব্যক্তি ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন।
বাড়ি এসে ঘটনাটি জানালে বৃহস্পতিবার ভুক্তভোগী কিশোরীর বাবা শ্রীবরদী থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এরপর থানার পুলিশ শুক্রবার ভোরে একজনকে আটক করে। পরে থানার পুলিশ শুক্রবার দুপুরে ধর্ষণের ঘটনায় ওই চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করে। এরপর এই মামলায় আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত চারজনের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।