কক্সবাজারের চকরিয়া থেকে ভুয়া পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, আটক ওসমান গনি ভুয়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী চক্রের সদস্য।
চকরিয়ার সাহারবিল মাইজঘোনা দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে শুক্রবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের কাছে গোপন খবর আসে সাহারবিলের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নকল পাসপোর্ট ও ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। এরপর র্যাব-১৫-এর একটি দল অভিযান চালিয়ে গনিকে আটক করে।
তার ঘর তল্লাশি করে সাতটি ভুয়া পাসপোর্ট, সাতটি জাতীয় পরিচয়পত্র, একটি জন্মসনদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সিল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গনি স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশিদের নামে ভুয়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বানিয়ে সরবরাহ করতেন। সিলগুলো অবৈধভাবে বিভিন্ন কাজে ব্যবহার করতেন।
র্যাবের এই কর্মকর্তা জানান, আটকের পর গনিকে চকরিয়া থানায় হস্তান্তর করে তার নামে মামলা দেয়া হয়েছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।