বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৩ জেলে

  •    
  • ১৮ জুন, ২০২১ ১৮:৪০

ট্রলারের মাঝি ভুট্টো মিয়া জানান, মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে এফ বি বিলকিস নামের একটি ট্রলার নিয়ে ২৪ জেলে যান গভীর সমুদ্রে মাছ ধরতে। শুক্রবার সকালে ঝড়ো আবহাওয়ায় ট্রলারটি ডুবে যায়। এরপর সকাল ১০টার দিকে ২১ জেলেকে আরেকটি ট্রলারের জেলেরা উদ্ধার করলেও বাকি তিনজন এখনও নিখোঁজ।

বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ হয়েছে তিন জেলে। ট্রলারের বাকি ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে শুক্রবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন।

ট্রলারের মাঝি ভুট্টো মিয়া জানান, মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে এফ বি বিলকিস নামের একটি ট্রলার নিয়ে ২৪ জেলে যান গভীর সমুদ্রে মাছ ধরতে। শুক্রবার সকালে ঝড়ো আবহাওয়ায় ট্রলারটি ডুবে যায়।

এরপর সকাল ১০টার দিকে ২১ জেলেকে আরেকটি ট্রলারের জেলেরা উদ্ধার করলেও বাকি তিনজন এখনও নিখোঁজ।

নিখোঁজদের মধ্যে দুজনের বাড়ি নোয়াখালী ও একজনের পাথরঘাটার কালমেঘা ইউনিয়নে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য শুক্রবার দুপুরে এফবি জিসান নামের একটি ট্রলার নিয়ে রওনা দেয় কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধার অভিযান চলছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর