নীলফামারীর জলঢাকা থেকে ‘অপহৃত’ ব্র্যাককর্মী মনিরা সুলতানাকে সাবেক স্বামীর স্বজনের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারী এলাকার একটি বাড়ি থেকে শুক্রবার ভোরে তাকে উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গত ৭ জুন সকালে জলঢাকা শহরের পেট্রলপাম্প এলাকা থেকে নিখোঁজ হন ব্র্যাকের জলঢাকা অফিসের কর্মসূচি সংগঠক মনিরা।
ঘটনার দিন বিকেলে মনিরার স্বামী ব্র্যাকের নীলফামারীর কাজীরহাট শাখার কর্মসূচি সংগঠক সেলিম রেজা অপহরণের অভিযোগে মামলা করেন।
পুলিশ জানিয়েছে, এ মামলায় প্রধান সন্দেহভাজন ছিলেন মনিরার সাবেক স্বামী কুড়িগ্রামের মোর্শেদুর রহমান। গত বছরের নভেম্বরে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। গত রোজার ঈদে বগুড়ার শিবগঞ্জ থেকে অপহরণের চেষ্টার অভিযোগে মোর্শেদের বিরুদ্ধে জিডি করা হয়েছিল।
এসব বিষয় মাথায় রেখে তদন্ত চালানো হচ্ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে অবস্থান চিহ্নিত করে মনিরাকে উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, মনিরাকে যেখান থেকে উদ্ধার করা হয়, সেটি মোর্শেদের ফুফুর বাড়ি। অভিযানের সময় ওই বাড়িতে এক বৃদ্ধা ছাড়া কেউ ছিলেন না।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মোর্শেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মনিরাকে আদালতে পাঠানো হবে। আদালত যে সিদ্ধান্ত দেবে তা বাস্তবায়ন করা হবে।