ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার ঘোষেরহাট-বাংলাবাজার সড়কের গুইংয়ার ব্রিজ এলাকায় শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিউজবাংলাকে দুপুরে এ তথ্য নিশ্চিত করেন দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন।
নিহত নজরুলের বাড়ি উপজেলার চর মাদ্রাসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোরাদ জানান, সকালে নজরুল মোটরসাইকেলে চরফ্যাশন উপজেলার নীলকমল থেকে ঘোষেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে ঘোষেরহাট-বাংলাবাজার সড়কে বিদ্যুতের ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।