বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপি নেতা কামরুল মনির মারা গেছেন

  •    
  • ১৮ জুন, ২০২১ ১৭:৩০

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, কামরুল মনির দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি বেশ কয়েক মাস ভারতেও ছিলেন। শুক্রবার ভোরে তিনি নিজ বাসায় মারা যান।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামরুল মনির আর নেই।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী নগরের সাগরপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

কামরুল মনির রাজশাহী জেলা ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি রাজশাহী জজকোর্টের সরকারি কৌঁসুলিও (পিপি) ছিলেন।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, কামরুল মনির দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি বেশ কয়েক মাস ভারতেও ছিলেন। শুক্রবার ভোরে তিনি নিজ বাসায় মারা যান।

কামরুল মনির ২০১৬ সাল থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, কামরুল মনিরের কোনো সন্তান নেই। স্ত্রীকে নিয়ে তিনি রাজশাহী নগরের সাগরপাড়ার বাড়িতে বসবাস করতেন। বাদ জুমা টিকাপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে টিকাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এ বিভাগের আরো খবর