ঝিনাইদহ সদরে বিদ্যুৎস্পৃষ্টে রমজান আলী নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
উপজেলার মধুহাটি গ্রামে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ৪৮ বছর বয়সী রমজান আলী ওই গ্রামের বাসিন্দা।
মধুহাটি ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম জানান, শুক্রবার সকালে রমজান আলী মাঠ থেকে ঘাস কেটে মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে পৌঁছালে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
ওসি মিজানুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। এতে পল্লী বিদ্যুতের কোনো অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।