বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাঁড়িভাঙ্গা আমের জন্য অ্যাপ

  •    
  • ১৮ জুন, ২০২১ ১১:০১

‘আমচাষি, উদ্যোক্তা, ব্যবসায়ী নিজেই আমের ছবি দিয়ে বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে পারবেন এই অ্যাপে। ক্রেতারা দরদাম করে কিনতে পারবেন। দাম করার এবং কোয়ালিটি সম্পর্কে জানার সুযোগ থাকবে। আমের সাইজ কত বড় তা দেখার এবং জানার সুযোগ থাকবে। অর্ডার দিলেই পণ্য ঠিকঠাক পৌঁছে যাবে।

রংপুরের হাঁড়িভাঙ্গা আম আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে ২০ জুন। আর সেদিনই দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে একটি বিশেষ অ্যাপ। আমের উৎপাদন আর বিপণনের মধ্যে সমন্বয় করতে কাজ করবে এই অ্যাপ। নাম ‘সদাই’।

রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক অনোয়ারুল হক নিউজবাংলাকে জানান, কৃষকের উৎপাদিত আম সঠিক দরে বিক্রি নিশ্চিত করতে এই অ্যাপ সাহায্য করবে। এ জন্য রংপুরের লালবাগ এলাকায় আমের ‘আউটলেট’ করা হয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ‘এই অ্যাপ সরাসরি মনিটরিং করবে কৃষি বিপণন অধিদপ্তর। আমাদের তত্ত্বাবধান থাকবে। কোনো আড়তদার, কমিশন এজেন্ট, উদ্যাক্তা কেউ এখান থেকে প্রতারণার শিকার হওয়ার সুযোগ নেই। এই অ্যাপ বিনা মূল্যে সবার জন্য উন্মুক্ত। চাইলেই একজন কৃষক, একজন শিক্ষিত যুবক, উদ্যোক্তা আমের অ্যাড দিয়ে খুব সহজেই অনলাইনে বিক্রি করতে পারবেন।’

তিনি বলেন, ‘অনলাইনে বিজনেস করতে চায় এমন ২৫ জন উদ্যাক্তাকে ১৯ জুন প্রশিক্ষণ দেয়া হবে, যাতে তারা অ্যাপ অপারেট করতে পারেন।’

অ্যাপটি কীভবে কাজ করবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমচাষি, উদ্যোক্তা, ব্যবসায়ী নিজেই আমের ছবি দিয়ে বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে পারবেন এই অ্যাপে। ক্রেতারা দরদাম করে কিনতে পারবেন। দাম করার এবং কোয়ালিটি সম্পর্কে জানার সুযোগ থাকবে। আমের সাইজ কত বড় তা দেখার এবং জানার সুযোগ থাকবে। অর্ডার দিলেই পণ্য ঠিকঠাক পৌঁছে যাবে। এটি কৃষি বিপণন অধিদপ্তর নিজে তত্ত্বাবধান করবে। এ জন্য আমি মনে করি, এই অ্যাপস অনেক জনপ্রিয় হবে।’

কী আছে অ্যাপে

কৃষি বিপণন কর্মকর্তারা দাবি করছেন, খুচরা ব্যবসায়ী, কৃষক, উদ্যোক্তা, নারী উদ্যোক্তা ও ভোক্তাসাধারণের ব্যবহার উপযোগী এই অ্যাপ। ‘সদাই’ মোবাইল অ্যাপের দুটো অংশ থাকবে। একটি ভোক্তার ব্যবহারের জন্য এবং অন্যটি উদ্যোক্তাদের জন্য। দুটো অ্যাপই গুগল প্লে স্টোর থেকে কৃষি উদ্যোক্তা ও ভোক্তারা ডাউনলোড করে নিতে পারবেন।

ভোক্তা ও উদ্যোক্তারা অ্যাপটি রেজিস্ট্রেশন করবেন জেলাভিত্তিক। তবে ভোক্তা যে জেলা থেকেই রেজিস্ট্রেশন করুন না কেন, তিনি চাইলেই অ্যাপের মাধ্যমে অন্য জেলায় প্রবেশ করে অনলাইনে বাজার করতে পারবেন।

ভোক্তা ও উদ্যোক্তার রেটিং সিস্টেম থাকবে। ফলে ভোক্তা ও উদ্যোক্তারা একে অপরকে রেটিং দিতে পারবেন। পণ্যের মান খারাপ হলে স্থানীয় জেলা কৃষি বিপণন অধিদপ্তর ঐ উদ্যোক্তার রেজিস্ট্রেশন বাতিল করে কৃষি বিপণন আইন-২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

সাধারণ আমচাষিরা

রংপুরের পদাগঞ্জ এলাকার আমচাষি আহসান উল্লাহ বলেন, কয়েক দিন আগে জেলা প্রশাসন এবং কৃষি বিপণনের লোকজন এসে অ্যাপের কথা বলেছেন তাকে। তিনি তার ছেলেকে বলেছেন ওই ‘মেশিন’ (অ্যাপ) ডাউনলোড দিতে। তিনি মনে করেন, বাড়ি থেকেই তিনি তাদের চারটি বাগানের আম বিক্রি করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।

নজরুল ইসলাম নামে একজন বলেন, ‘হামারগুলার কি ওই মেশিন দিয়ে পোষাইবে? দৈনিক সাইকেলে করি লালবাগ, টার্মিনালোত বেচাই। সেটাই ভালো। অ্যাপস-ট্যাপস বুঝি না। যারা শিক্ষিত, তারা অ্যাপসে আম বেচাক।’

উদ্যোক্তাদের মত

হাঁড়িভাঙ্গা আমের মৌসুমি ব্যবসা করেন আবু সাঈদ রুপম। তিনি বলেন, ‘আমি প্রতিবছর এই আম অনলাইনে বিক্রি করি। ইতিমধ্যে ৪০ মণ আমের অর্ডার পেয়েছি। সরকারি এমন অ্যাপ হলে আমাদের জন্য ভালো হবে। মার্কেট প্লেস অনেক বড় হবে।’

সামছুল আরেফিন আরেক ব্যবসায়ী মনে করেন, এটি খুবই ভালো উদ্যোগ। তাদের মতো যারা নবীন উদ্যোক্তা, তারা ভালো করতে পারবেন এতে। তবে, ঠিকঠাক মনিটরিং করার দাবি আরেফিনের।

রাফসান অ্যাগ্রোর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা রাকিবুল হাসান বলেন, ‘আমি অনলাইন-অফলাইনে আম বিক্রি করি। এই উদ্যোগ রংপুরের আমচাষি এবং উদ্যোক্তাদের মধ্যে বড় সহযোগী ভূমিকা পালন করবে। একই সঙ্গে হাঁড়িভাঙ্গা আমের বিপণনের যে সমস্যা ছিল এবং আছে, সেটি অনেকাংশই লাঘব হবে। রংপুরের এই আম সারা দেশে ব্যাপকভাবে আমরা এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে পাঠাতে পারব।’

জেলা প্রশাসনের বক্তব্য

জেলা প্রশাসক আসিব আহসান সাংবাদিকদের বলেন, ‘জেলা প্রশাসন, কৃষি বিপণন অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সপ্তাহ দেড়েক আগে মিঠাপুকুরের পদাগঞ্জ হাইস্কুল মাঠে স্থানীয় আমচাষিদের সঙ্গে মতবিনিময় করি আমরা। সেখানে আম বাজারজাত নিয়ে কোনো সমস্যা হচ্ছে কি না, তা সরাসরি কৃষকের কাছ থেকে জানার চেষ্টা করেন তারা। তারা পরিবহন, যোগাযোগ ব্যবস্থাসহ বেশ কিছু দাবি করেছেন। আমরা সেটি ইতিমধ্যে দূর করার চেষ্টা করছি।’

এ বিভাগের আরো খবর