চট্টগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গোপাল দাশ নামের পথচারী নিহত হয়েছেন।
পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় রানী রাশমনি ঘাটের দক্ষিণ পাশে শুক্রবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ৪৫ বছর বয়সী গোপাল দাশের বাড়ি দক্ষিণ কাট্টলী এলাকায়। গোপাল পেশায় জেলে ছিলেন।
নিহতের চাচাতো ভাই জগৎ দাশ নিউজবাংলাকে বলেন, ‘এলাকার এক ব্যক্তি দূর থেকে কার সদৃশ একটি গাড়ির ধাক্কায় একজনকে পড়ে যেতে দেখেন। কাছে এসে দেখে তিনি গোপালকে চিনতে পারেন; পরে স্বজনদের জানান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গোপালকে মৃত ঘোষণা করেন।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, শুক্রবার সকাল ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় গোপাল নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।