বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাস-প্রাইভেট কার সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিহত ৩

  •    
  • ১৮ জুন, ২০২১ ১০:২৬

নিহত মিরাজের বড় ভাই মো. মনির বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর উদ্দেশে ঢাকা থেকে বের হয় আমার ছোট ভাই। রাত ৩টায় দুর্ঘটনার খবর পাই।’

কুমিল্লা সুয়াগাজীতে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

নিহতরা হলেন লক্ষ্মীপুরের হামন্দী এলাকার ফখরুল আলম দুলাল, ঢাকা বাড্ডা এলাকার মিরাজ হোসেন ও খিলগাঁও তালতলা রামপুরা এলাকার বেলাল হোসেন। বেলাল প্রাইভেট কারের চালক।

আহত ব্যক্তির নাম মো. মাহবুব। তার বাড়ি লক্ষ্মীপুরের হামন্দীতে। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত মিরাজের বড় ভাই মো. মনির বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর উদ্দেশে ঢাকা থেকে বের হয় আমার ছোট ভাই। রাত ৩টায় দুর্ঘটনার খবর পাই।’

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ঢাকামুখী শ্যামলী পরিবহনের একটি বাস ইউটার্ন নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আর প্রাইভেট কারের চালক বেলাল ঢাকায় নেয়ার পথে মারা যান।

মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় রাখা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

এ বিভাগের আরো খবর