বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব‌রিশাল বিএন‌পির অভ্যন্তরীণ কোন্দল তদ‌ন্তে কেন্দ্র

  •    
  • ১৭ জুন, ২০২১ ২২:৪১

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান বলেন, দপ্তরের চিঠি পেয়েছি। ভাইস চেয়ারম্যান আমাদের সঙ্গে আলোচনাও করেছেন। বিষয়টি খতিয়ে দেখা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

বরিশাল মহানগর বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃংখলাবিরোধী তৎপরতার অভিযোগ তদন্ত করে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এর অনুলি‌পি সাংগঠনিক সম্পাদকদেরও পাঠানো হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান বলেন, ‘দপ্তরের চিঠি পেয়েছি। ভাইস চেয়ারম্যান আমাদের সঙ্গে আলোচনাও করেছেন। বিষয়টি খতিয়ে দেখা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

‘নগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ার দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। তার উপস্থিতিতে কেউ যদি কিছু করে থাকে তাহলে দলীয় শৃংখলা ভঙের শামিল।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, জাতীয় পার্টি থেকে আসা মহানগর বিএনপির সহ সভাপতি ম‌নিরুজ্জামান ফারুক বিশৃংখলা সৃষ্টি করেছেন। নগর বিএনপির নেতৃত্বে থাকা পর্যন্ত তিনি আলাদাভাবে সভা করতে পারেন না। নগর বিএনপি থেকে এসব বিষয় তুলে অভিযোগ দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে তদন্ত চলছে।

চলতি বছরের ৩০ মে থেকে প্রকাশ্যে রূপ নিয়েছে বরিশাল মহানগর বিএনপির অভ্যন্তরীণ বিরোধ। এর পর থেকে মহানগরের মূল কমিটিকে বাদ দিয়ে মহানগর বিএন‌পির একটি অংশ এককভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

এ বিভাগের আরো খবর