শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে বিপুল মিয়া নামের ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
শ্রীবরদী পৌর শহরের কলাকান্দা গ্রামে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোর কলাকান্দা গ্রামের বাবুল মিয়ার ছেলে।
ওই কিশোরের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিপুল বাড়ির পাশে পুকুরে মাছ ধরছিল। হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় ডুবে যায় সে। পরে স্বজনরা ও এলাকাবাসী বিপুলকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জুলফিকার সাইফ বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। হাসপাতালে যারা এনেছেন, তারা পানি থেকে তার দেহ উদ্ধার করেছেন বলে জানান। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।’
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘বিপুল মিয়া আগে থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিল বলে জানায় তার পরিবার। তার মরদেহ ময়নাতদন্ত না করার আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’