বন বিভাগের অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে প্রবেশের পর বাঘের আক্রমণে নিহত দুই বনজীবীর পরিবারকে ক্ষতিপূরণের অর্থ দেয়া হয়েছে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী অফিসে বৃহস্পতিবার বিকেলে নিহত বনজীবীদের স্ত্রীদের হাতে ক্ষতিপূরণের অর্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহাসীন হোসেন।
ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ৩ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমএ হাসান, বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার সুলতান আহমেদসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় লোকজন।
এ বছরের শুরুতে বন বিবভাগের অনুমতিপত্র নিয়ে গোলপাতা সংগ্রহের জন্য সুন্দরবনে গিয়ে নওয়াবেকী গ্রামের আবুল কালাম বাঘের আক্রমণে মারা যান। আর এপ্রিলের শুরুতে মধু সংগ্রহে সুন্দরবনে ঢুকে বাঘের আক্রমণে মারা যান মীরগাঙ গ্রামের হাবিবুর রহমান হাবু।
সহকারী বন সংরক্ষক এমএ হাসান জানান, বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশের পর কোনো বনজীবী বাঘের আক্রমণে আহত কিংবা নিহত হলে বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদানের বিধান রয়েছে।