বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যের প্রত্যেককে এক মাসের কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি আরও ছয় সদস্যকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে অভিযান চলে। এ সময় ওই দালাল চক্রের সদস্যদের সাজা দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বগুড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১২ (র্যাব)।
বগুড়া র্যাব-১২-এর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, সাজা পাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ছয়জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয। এ ছাড়া স্থানীয় দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে কিছু দালাল রোগীদের প্রতারণা করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। অনেকে আবার ভুয়া প্রতিষ্ঠান কিংবা ডাক্তারের খপ্পরেও পড়ছেন। বিভিন্ন সময়ে পাওয়া অভিযোগ আমলে নিয়েই বৃহস্পতিবার অভিযান চালানো হয়।
‘র্যাবের কাছে বিভিন্ন মানুষ লিখিত অভিযোগ দিয়েছেন হাসপাতাল এলাকা দালালমুক্ত করতে। অভিযোগ পাওয়ার পর গোপনে অনুসন্ধান চালান হয়। অনুসন্ধানে জানা যায় আসলেই ওই এলাকায় দালালদের খপ্পরে পড়ছেন সাধারণ মানুষ। এ কারণে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এসব অভিযান চলবে।’
ম্যাজিস্ট্রেট নাছিম রেজা বলেন, মেডিক্যাল এলাকায় দালাল চক্র সরকারি হাসপাতাল থেকে রোগীদের প্রতারণার মাধ্যমে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা ভুয়া টেস্ট করে। এই দালাল চক্র দীর্ঘদিন ধরে অবৈধ কাজ করছিল, এমন অভিযোগের ভিত্তিতে এই এলাকায় অভিযান চালানো হয়। সাজা পাওয়া ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করেছেন। এ কারণেই তাদের জরিমানা করা হয়েছে।