ময়মনসিংহে গোরস্থান থেকে তিনটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, তাদের উপস্থিতি টের পেয়ে একটি কঙ্কালের কিছু হাড় ফেলে রেখেই পালিয়েছে দুর্বৃত্তরা।
সিটি করপোরেশনের কেওয়াটখালী জামে মসজিদের গোরস্থানে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কেওয়াটখালী জামে মসজিদের ইমাম মাকসুদুর রহমান বলেন, ‘মসজিদে ফজরের নামাজ পড়ে কয়েকজন কবর জিয়ারত করতে গিয়েছিলেন। হঠাৎ তারা খেয়াল করেন তিনটি কবরে মাটি নেই। এরপর বিষয়টি জানাজানি হলে পরে পুলিশ এসে কবরের খোঁড়া অংশ দেখে যায়।’
সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, ‘২০০ বছরের পুরোনো সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের এই গোরস্থানটিতে বেশ কয়েকটি এলাকার মৃত ব্যক্তিদের দাফন করা হয়। তবে এর আগে এখানে কখনো কঙ্কাল চুরির ঘটনা ঘটেনি। এবার যেহেতু ঘটেছে, তাই এলাকার লোকজনকে রাতে গোরস্থানের দিকে নজর রাখতে বলা হয়েছে।’
কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ বলেন, ‘কবর থেকে কঙ্কাল চুরি করার কয়েকটি চক্র রয়েছে। চক্রটিকে ধরতে পুলিশের চেষ্টা চলছে।’