মাদারীপুরে এক ইউনিয়ন পরিষদের চৌকিদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের কাজিরটেক বাবনাতলা এলাকায় বুধবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম আজিজুল হক। ৩৫ বছরের আজিজুল খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের আ. লতিফ চৌকিদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে আজিজুল হক একই এলাকার গিয়াসউদ্দিন সিকদারের কাছ থেকে এক লাখ ৬০ হাজার টাকা ধার নেন। এরমধ্যে আজিজুল হক ৮০ হাজার টাকা পরিশোধ করেন।
গিয়াসউদ্দিন গত কয়েকদিন ধরে বাকি ৮০ হাজার টাকার জন্য আজিজুল হককে চাপ দিতে থাকেন। বুধবার রাতে চরগোবিন্দপুর এলাকা থেকে আজিজুল হক তার বোনের বাড়ি বাবনাতলা যাওয়ার পথে গিয়াসউদ্দিন ও তার ছেলে শান্ত হামলা চালান।
গুরুতর জখম করে আজিজুলকে তার বোনের বাসার পাশে ফেলে চলে যান হামলাকারীরা।
পরে আজিজুলের বোনজামাই ওয়াহেদুল ইসলামসহ কয়েকজন আজিজুলকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার চেষ্টা করে। কিন্তু পথেই মৃত্যু হয় আজিজুলের।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক সোহেল বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিলেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিয়া বলেন, ঘটনা শুনেছি। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।