বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কঠোর লকডাউনেও যানজট দিনাজপুরে

  •    
  • ১৬ জুন, ২০২১ ২৩:৪৪

প্রশাসন ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিন ছিল বুধবার। এদিনও সদর উপজেলায় প্রবেশের সব সড়কে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের নেতৃত্ব চেকপোস্ট থাকলেও শহরের চিত্র ছিল ভিন্ন। শহরে ইজিবাইক, ভ্যান, রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কখনও কখনও যানজট লেগে থাকতে দেখা যায়। জেলা সদরে প্রবেশের পথগুলোতে ছিল তীব্র যানজট।

দিনাজপুর সদর উপজেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় ঘোষণা করা হয়েছে কঠোর লকডাউন। লকডাউন কার্যকরে মাঠে রয়েছে প্রশাসন ও পুলিশের একাধিক টিম। তারপরও সাধারণ মানুষকে বাড়ি রাখা সম্ভব হচ্ছে না। ঠেকানো যাচ্ছে না যানবাহন চলাচল। কখনও কখনও যানজটও লেগে যাচ্ছে শহরে ও শহরের সব প্রবেশ মুখে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭৬ জনের দেহে করোনা ধরা পড়েছে। তাদের মধ্যে সদর উপজেলারই ৬০ জন।

দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৬ জনের নমুনায় করোনা ধরা পড়েছে, যা শতকরা হিসেবে ৩৮ দশমিক ৯৭ শতাংশ। সদর উপজেলার ১১৪ জনের মধ্যে করোনা ধরা পড়েছে ৬০ জনের, শতকরা হিসেবে যা ৫৩ শতাংশ।

প্রশাসন ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিন ছিল বুধবার। এদিনও সদর উপজেলায় প্রবেশের সব সড়কে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের নেতৃত্ব চেকপোস্ট থাকলেও শহরের চিত্র ছিল ভিন্ন।

শহরে ইজিবাইক, ভ্যান, রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা মানছে কেউ। এদিন শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কখনও কখনও যানজট লেগে থাকতে দেখা যায়। এ ছাড়া জেলা সদরের প্রবেশের পথগুলোতেও ছিল সাধারণ মানুষের ভিড়; ছিল তীব্র যানজটও। সদরের বাইরে জেলার বিভিন্ন রুটেও চলাচল করেছে গণপরিবহন।

প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানান, কঠোর লকডাউনের কারণে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলায় একাধিক অভিযান টিম অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা জরিমানা আদায় করেছে।

দিনাজপুরের সিভিল সার্জন ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. আব্দুল কুদ্দুস জানান, সদর উপজেলায় সম্প্রতি করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। তাই মঙ্গলবার ভোর থেকে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, কঠোর লকডাউন চলাকালে কোনো ধরনের যানবাহন চলাচল করবে না; বন্ধ থাকবে সব ধরনের দোকানপাট। শুধু কাঁচাবাজার ও মুদিখানা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান খোলা থাকবে সবসময়। শহরে শুধু অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচল করবে।

এ বিভাগের আরো খবর