বাসার নিচে শিশুর কান্না। বিশ্রাম ছেড়ে উঠে আসেন গৃহবধূ। দেখেন সিঁড়ির গোড়ায় এক মাস বয়সী কন্যাশিশু। কিন্তু তার আশপাশে নেই কোনো অভিভাবক।
অবুঝ শিশুকে তখন বুকে তুলে নেন ওই নারী। এরপর কেটে গেছে কয়েক দিন। কিন্তু খোঁজ মেলেনি বাবা-মায়ের।
ঘটনাটি কুমিল্লা মুরাদনগর উপজেলার।
গেল রোববার দুপুরে বাড়ির নিচে শিশুটিকে দেখতে পান উপজেলার শ্রীকাইল গ্রামের হুমায়ুন কবিরের স্ত্রী জাহানারা বেগম।
জাহানারা বেগম বলেন, ‘রোববার দুপুরে বাসার মধ্যে আমরা বিশ্রাম করছিলাম। এ সময় অনেকক্ষণ ধরে নিচতলা থেকে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পাই।
‘পরে বাসা থেকে নেমে গিয়ে দেখি সিঁড়ির মুখের মেঝেতে একটি মেয়েশিশু পড়ে আছে। আশপাশে কাউকে পাওয়া যায়নি। শিশুটি অনবরত কান্না করছিল। পরে আমি আমার স্বামীকে জানাই। আমরা ধারণা করছি শিশুটিকে কেউ ফেলে রেখে গেছে।’
শিশুটির পরনে একটি হলুদ রঙের জামা ছিল।
এই খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশ থেকে নিঃসন্তান দম্পতি শিশুটিকে নিতে আগ্রহের কথা জানাচ্ছেন। কেউ কেউ টাকার বিনিময়েও মেয়েটিকে নিতে চাচ্ছেন দত্তক।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ নিউজবাংলাকে জানান, শিশুটির প্রকৃত অভিভাবক পাওয়া না গেলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যম যথাযথ ব্যবস্থা নেয়া হবে।