বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চায়ের দোকানের আড়ালে ‘মাদকের ব্যবসা’

  •    
  • ১৬ জুন, ২০২১ ২০:১২

নওগাঁর মালশন বাজারে চায়ের দোকানের আড়ালে আব্দুস সামাদ মাদকের ব্যবসা করছেন বলে অভিযোগ পায় পুলিশ। মঙ্গলবার রাতে তার দোকানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় সামাদকে আটক করা হয়।

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইনসহ আব্দুস সামাদ প্রামাণিক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা করার অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে উপজেলার মালশন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আবদুস সামাদের বাড়ি উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের লতিপাড়ায়। তিনি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, মালশন বাজারে চায়ের দোকানের আড়ালে আব্দুস সামাদ মাদকের ব্যবসা করছেন বলে অভিযোগ পান তারা। পরে মঙ্গলবার রাতে তার দোকানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় সামাদকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকের পর সামাদের দেয়া তথ্যে, তার দোকানে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম গাঁজা, দেড় গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ৯০০ টাকা জব্দ করা হয়।

সামাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, ওই মামলায় বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর