চট্টগ্রামের ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকায় চাকরির প্রলোভনে বাসায় আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাতে বাকলিয়ার শাহ আমানত ব্রিজ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই স্থান থেকে তরুণীকেও উদ্ধার করা হয়।
আটক চারজন হলেন চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া এলাকার জসিম উদ্দিন, একই এলাকার নুরুল আজিম, পাথরঘাটা এলাকার জাবের আহম্মদ ও বাঁশখালীর পূর্ব চাম্বলের মোহাম্মদ নবী।
বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গত রোববার এক ব্যক্তি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তার মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে কৌশলে বাড়ি থেকে নিয়ে গিয়ে চট্টগ্রামের একটি বাসায় আটকে রেখেছে।
তিনি আরও জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে র্যাব। পরে তারা জানতে পারেন, বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকার একটি বাসায় ওই তরুণীকে আটকে রাখা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক ও তরুণীকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ধর্ষণের কথা স্বীকার করেছে জানিয়ে র্যাব কর্মকর্তা নিউজবাংলাকে জানান, তাদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তরুণীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।