ফরিদপুরের মধুখালীর ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক থামিয়ে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে গ্রেপ্তার ব্যক্তির নাম হামিদুর রহমান। মামলার পর বুধবার দুপুরে তাকে ফরিদপুরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হামিদুরের বাড়ি কামালদিয়া ইউনিয়নের মীরের কাপাষহাটিয়া গ্রামে। এখন থাকেন মধুখালী পৌরসভার গোন্দারদিয়া পঞ্চিমপাড়া মহল্লায়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে দায়িত্ব পালন করার সময় মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানতে পারেন, ঢাকা-খুলনা মহাসড়কের দিঘলিয়া এলাকার প্রস্তাবিত তাজ জুট মিলের সামনে পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করা হচ্ছে।
তখন অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান আলমগীর। পরে করিমপুর হাইওয়ে পুলিশের সহযোগিতায় হামিদুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান তিনি।
ওসি আরও জানান, হামিদুরের বিরুদ্ধে মামলা করার পর বুধবার ফরিদপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।