বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আধিপত্য বিস্তারের জেরে ককটেল বিস্ফোরণ

  •    
  • ১৬ জুন, ২০২১ ১৬:১৯

সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, শেখপাড়ার ওদুদ মহুরী ও জালাল মেম্বরের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। সেই জেরে বুধবার দুই গ্রুপ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখপাড়ায় বুধবার বেলা ১১টার পর থেকে এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেখপাড়ার ওদুদ মহুরী ও জালাল মেম্বরের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। সেই জেরে বুধবার দুই গ্রুপ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

তবে কতগুলো ককটেল বিস্ফোরিত হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় লোকজন জানান, দুই পক্ষ প্রায় ২০-৩০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

ওসি জানান, এ ঘটনায় কেউ মামলা করেনি। তবে জড়িতদের ধরতে পুলিশের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর