ভোলার পৌর খাল ও ড্রেন বন্ধ থাকায় মঙ্গলবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে জেলা শহরের বেশির ভাগ এলাকা ডুবে গেছে।
পরিস্থিতি এমন হয়েছে যে, বন্যার মতো অনেক বাড়িতে হাটু সমান পানি জমেছে। এতে চরম দুর্ভোগে কয়েক হাজার বাসিন্দা।
কালীবাড়ি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা জানান, জেলা শহরের এমন অবস্থা দেখতে ও খোঁজ নিতে দেখা যায়নি কোনো জনপ্রতিনিধিকে। এগিয়ে আসেননি পৌর কাউন্সিলররাও। পৌর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিল মিজানুর রহমানকে বিষয়টি জানানো হলে তিনি ব্যবস্থা নেবেন বললেও দিনভর দেখা যায়নি তাকে।
শিবপুর ও ধনিয়া ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য জানান, খাল বন্ধ থাকায় এলাকার কমপক্ষে ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
পৌরসভার উদ্যোগে খালের দুই পাড়ে শোভা বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণের কাজ চলছে, এ জন্য খাল ও ড্রেন বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন লিংকন।
পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানকে পরিস্থিতি তুলে ধরলে জানান, তিনি এখন ঢাকায় অবস্থান করছেন। যাদের সমস্যা হচ্ছে তারা পৌরসভা থেকে লোক নিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে পারেন।
পৌর প্রকৌশলী জাকির হোসেন জানান, খালের দুই পাড়ে ওয়াকওয়ের নির্মাণকাজ চলমান থাকায় খাল বন্ধ রাখা হয়েছে। পানি নামার জন্য বিকল্প ব্যবস্থা করছেন।