মাদারীপুরে কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে মোটরসাইকেলচালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায় মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুর রহমান ও ইসমাইল হোসেন। তাদের মধ্যে ২২ বছরের আব্দুর রহমান খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকার বাসিন্দা। আর ইসমাইল হোসেনের বাড়ি শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর চরকুমারিয়া এলাকায়।
দুর্ঘটনায় আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) দীপংকর জানান, মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে শরীয়তপুর থেকে একটি কাভার্ডভ্যান মাদারীপুরের দিকে আসছিল। কাভার্ডভ্যানটির পেছনেই ছিল মোটরসাইকেলটি। খোয়াজপুর মধ্যচক এলাকায় কাভার্ডভ্যানটি হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা মোটরসাইকেলটি তাতে ধাক্কা দেয়।
এতে সড়কে আছড়ে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ও এক আরোহীর মৃত্যু হয়। মোটরসাইকেলের অন্য আরোহীকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। পরিবারের সদস্যরা আসলে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।