জামালপুরের সরিষাবাড়ীতে শ্বশুরবাড়িতে এসে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিবলু মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুজন।
উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম গ্রামে বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
২২ বছর বয়সী শিবলু মিয়া টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান গ্রামের বাসিন্দা। আহত দুজন হলেন রনি ও জীবন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল জানান, শিবলু মিয়া কয়েক দিন আগে বনগ্রামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার বিকেলে স্বজনদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে যান তিনি। এ সময় বজ্রপাতে শিবলু মিয়াসহ তিনজন আহত হন।
পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক শিবলু মিয়াকে মৃত ঘোষণা করেন।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।