ময়মনসিংহের গৌরীপুরে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামিকে ২৮ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এত বছর নিজের পরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তার আসামির নাম হাসেম। তিনি তারাকান্দা উপজেলার কুঠুরাগাঁও গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
মঙ্গলবার বিকেলে র্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদরের কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪-এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, ময়মনসিংহের গৌরীপুরে ডাকাতির অভিযোগে ১৯৯২ সালের ১০ ডিসেম্বর থানায় একটি মামলা হয়। এ মামলায় সাজাপ্রাপ্ত আসামি হয়ে এত বছর দেশের বিভিন্ন স্থানে নাম-পরিচয় গোপন রেখে পলাতক ছিলেন হাসেম।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে তার উপস্থিতি জানতে পেরে র্যাব-১৪-এর সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের কাঞ্চনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, দীর্ঘ বছর বিভিন্ন কৌশল অবলম্বন করে হাসেম পলাতক ছিলেন। তাকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।