বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমাকর্মীকে ধর্ষণ মামলায় ৫ জন কারাগারে

  •    
  • ১৫ জুন, ২০২১ ১৯:০০

এজাহারে বলা হয়েছে, শনিবার উপজেলার আশাপুর গ্রামের এক বাসিন্দা তাকে ফোন দিয়ে  পলিসি খোলার কথা জানান। তার কথামতো দুপুরে চর নওপাড়া গেলে তিন জন তাকে ধর্ষণ করেন। পরে আরও দুজন তার মোবাইল ফোন, টাকা ও গয়না চুরি করেন।  

ফরিদপুরে এক বিমাকর্মীকে ধর্ষণ মামলায় ৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর ১টার দিকে আমলি আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

উপজেলার আশাপুর গ্রামের একটি পুকুর পাড়ে গত শনিবার দুপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন এক নারী। পরদিন রোববার সকালে মধুখালী থানায় তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা করলে সোমবার অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের বাসিন্দা ওই নারী একটি বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানির বিমা এজেন্ট হিসেবে কর্মরত। গত শনিবার উপজেলার আশাপুর গ্রামের এক বাসিন্দা তাকে ফোন দিয়ে বলেন, তিনি বিমার পলিসি করবেন। এ জন্য তাকে চর নওপাড়া আসতে হবে।

শনিবার দুপুরে ওই নারী চর নওপাড়ার দাসপাড়া গ্রামে ওই ব্যক্তির সঙ্গে দেখা করেন। তখন ওই ব্যক্তি একটি পুকুর পাড়ে টিনের দোচালা ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে ঘটনাস্থলে আরও দুই ব্যক্তি উপস্থিত হন। তারাও তাকে ধর্ষণ করেন। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে, তাকে ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন তিন জন।

বিকেলে জ্ঞান ফিরলে দেখেন তার মোবাইল ফোন, টাকা ও পরনের গয়না নেই। পরে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলে পরিবারের লোকজন তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করান।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আরও দুই ব্যক্তি ওই নারীর মোবাইল ফোন, টাকা ও গয়না চুরি করেছেন। পরে তাদের গ্রেপ্তার করে চুরি যাওয়া মোবাইল ফোন ও গয়না উদ্ধার করা হয়েছে।'

এ বিভাগের আরো খবর