রংপুরের মিঠাপুকুরে ঘুমন্ত বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার শঠিবাড়ি এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিঠাপুকুর উপজেলার হযরতপুর ইউনিয়নের রামেশ্বরপাড়া গ্রামে গত শুক্রবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির নাম জীবন কুজুর।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, দুপুরে ঘরে ঘুমিয়ে ছিলেন মোংলা কুজুর। সে সময় তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন তার একমাত্র ছেলে জীবন কুজুর।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আতুল কুজুর মাস্টার বাদী হয়ে জীবন কুজুরের বিরুদ্ধে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকে জীবন কুজুর পলাতক ছিলেন।
পুলিশ তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অবশেষে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তিনি একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছেন।
এএসপি আরও জানান, জীবনের দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে কারণে এই হত্যাকাণ্ড হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রংপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের সাধারণ নিবন্ধক নাজমুল ইসলাম বলেন, ‘জীবন কুজুরকে পুলিশ আদালতে পাঠিয়েছে। আমরা রিসিভ করেছি। এখনো শুনানি হয়নি।’