ব্রাহ্মণবাড়িয়া সদরে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত ৫ বছর বয়সী তাবাসসুমের বাড়ি ওই গ্রামের পূর্বপাড়া এলাকায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম নিউজবাংলাকে জানান, দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের পুকুরে মা তানিয়ার সঙ্গে গোসল করতে যায় শিশু তাবাসসুম। এ সময় মায়ের অজান্তে সে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন পানির তলা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে।
পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাবাসসুমকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. জামাল ভূঁইয়া বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে। শিশুটির ফুসফুসে পানি ঢুকে যাওয়ায় শ্বাসনালী বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’
পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।